ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

শেকৃবি’র সিন্ডিকেট সদস্য হলেন জাহাঙ্গীর ও জাকির

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৫:৪৪ পিএম

শেকৃবি’র সিন্ডিকেট সদস্য হলেন জাহাঙ্গীর ও জাকির

শেকৃবি’র সিন্ডিকেট সদস্য হলেন জাহাঙ্গীর ও জাকির। ছবি: রূপালী বাংলাদেশ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মো. জাকির হোসেন।

গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১৮(১)(ঝ) ও ১৮(৩) অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য হিসেবে এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন
অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মো. জাকির হোসেনকে দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেছেন।

আরবি/জেডআর

Link copied!