বুধবার (২২ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ল্যাব টেস্টিংয়ের বিভিন্ন অনিশ্চিয়তার পরিমাপ (Measurement
of Uncertainty in Testing Laboratory) শীর্ষক প্রশিক্ষণের সমাপ্তি হয়।
শেকৃবি’র কৃষি রসায়ন বিভাগ ও এসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরি বাংলাদেশ (এটিএলবি) এর যৌথ প্রযোজনায় দুদিনব্যাপী এই প্রশিক্ষণ চলে। বিকাল ৩ টায় প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন।
কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান ও এম. এস. ইন ফুড সেফটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরি বাংলাদেশ (এটিএলবি) এর সভাপতি জনাব আহসান হাবিব, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী, এটিএলবি’র সহসভাপতি ইঞ্জিনিয়ার জয়দুল ইসলাম ও প্রশিক্ষক জনাব আফজাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দুদিনব্যাপী প্রশিক্ষণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিনিধি এ প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে।
আপনার মতামত লিখুন :