জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৪:৪৫ পিএম

জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অত্যন্ত আনন্দমুখর পরিবেশে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোয়েব রহমান রানা, ট্রাস্টি বোর্ডের সদস্য রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এবং ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) গোলাম হোসেন সরকার (কলেজের উপদেষ্টা), মোস্তফা তালুকদার (প্রিমিয়ার ব্যাংক পিএলসি উর্ধ্বতন কর্মকর্তা), মোঃ জাকির হোসেন (ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি‍‍`র রেজিস্ট্রার), মোসাদ্দেক রেজা (বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী), জাভেদ ওমর কবীর (প্রিমিয়ার ব্যাংক পিএলসি‍‍`র এক্সিকিউটিভ অফিসার), আবদুস ছালাম শাহরিয়ার (গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান), এবং সাইদুর রহমান কাউসার (বিশিষ্ট ব্যবসায়ী)।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মোট ৩১টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটদের মনোজ্ঞ কুচকাওয়াজ এবং শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে সকলকে মুগ্ধ করে।

বিশেষ আকর্ষণ ছিল শিক্ষকদের অপেশাদারি দৌড় প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের মধ্যে প্রচুর আনন্দের সৃষ্টি করে।

এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সুস্থ প্রতিযোগিতা এবং দলগত মনোভাব তৈরি করতে সহায়তা করে।

আরবি/জেআই

Link copied!