বঙ্গবন্ধু হলের নামফলক ভাঙচুর-কালি লেপন করে বাকৃবি শিক্ষার্থীদের প্রতিবাদ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৯:০৬ এএম

বঙ্গবন্ধু হলের নামফলক ভাঙচুর-কালি লেপন করে বাকৃবি শিক্ষার্থীদের প্রতিবাদ

রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা "বঙ্গবন্ধু শেখ মুজিব হল" এর নামফলক ভাঙচুরের পর তাতে কালি লেপন করে নিজেদের প্রতিবাদ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে শিক্ষার্থীরা লাঠি ও রড হাতে হলের সামনে জমায়েত হয়। পরে, তারা স্লোগান দিতে দিতে হলের নামফলক, বঙ্গবন্ধুর ছবি এবং তার বিভিন্ন উক্তির ফলক ভেঙে ফেলে। ভাঙচুরের পর, তারা নামফলকের ওপর কালি লেপে দেয়।

এ সময় শিক্ষার্থীরা ‍‍`জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে।‍‍` ‍‍`ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না‍‍`সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

নাম প্রকাশ না করার শর্তে বাকৃবির এক শিক্ষার্থী বলেন, "স্বৈরাচারী আওয়ামী প্রেতাত্মারা যাতে কখনো বাংলাদেশে মুজিববাদ কায়েম করতে না পারে, সেজন্য আমরা বঙ্গবন্ধুর সকল অস্তিত্ব মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। এই বঙ্গবন্ধু হলেই শেখ হাসিনার দোসর ছাত্রলীগ আমাদের ওপর নির্যাতন চালিয়েছে। আমরা চাই না, বাংলার মাটিতে স্বৈরাচারীর কোনো চিহ্ন থাকুক।"

আরবি/এসবি

Link copied!