ঢাকা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

গুচ্ছেই থাকছে বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০২:১৩ পিএম
ফাইল ছবি

চলতি বছর নিজস্ব পদ্ধতিতে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও তা থেকে সরে এসে গুচ্ছে থাকাই সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

এর আগে, গত ২১ জানুয়ারি রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৮তম জরুরি সভায় বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। গুচ্ছ থেকে বেরিয়ে আসার মাত্র ১৫ দিনের মাথায় আবারও গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিলো বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ‍‍`সরকারের নির্দেশনা অনুযায়ী ৪৯তম একাডেমিক কাউন্সিলে গুচ্ছে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‍‍`