ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন ববির ৩১ শিক্ষার্থী

ববি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০২:৩৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৩১ জন শিক্ষার্থী। ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকদের এ ফেলোশিপ প্রদান করা হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ অর্থবছরে উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১ জন, পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ৩ জন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে ১ জন, বায়োকেমিস্টি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে ৪ জন, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে ৩ জন, গণিত বিভাগ থেকে ৯ জন, রসায়ন বিভাগ থেকে ১০ জনসহ মোট ৩১ জন এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

[33666]

তারা হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. তৌহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের মো. হোসাইন, মেহেদী হাসান, মেহেদী হাসান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অর্পিতা পাল, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের আরিফা রহমান, আহাদুল ইসলাম ফাহিম, তামান্না আক্তার মুন, নুসরাত জাহান তাহসিন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মো. মাহমুদুল হাসান রাকিব, মো. সাব্বির হোসেন, আরব খান, গণিত বিভাগের প্রিয়াঙ্কা মল্লিক, উম্মে হাবিবা খাতুন, নূর জাহাঙ্গীর মুন, আফিয়া খান মাহে, সাকিবুল ইসলাম, সাঈদা ইসলাম, ফারজানা মিতু, গৌতম বারাই, হাওলাদার জান্নাতুল নাঈম, রসায়ন বিভাগের আয়েশা তৌহিদা, মো. নাসির আহমেদ, মো. রুকায়া কুসুম, আফরিনা রওসন মীম, অঞ্জলা সিমরান তিশা, সুমাইয়া ইসলাম, উম্মে সুলতানা লিমা, এরিন জামান প্র্যান্তি, মো. সাব্বির হোসেন, মো. শাহরিয়ার লাবিব।

তিন ক্যাটাগরির নির্ধারিত কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি, পোস্ট-ডক্টরাল শিক্ষার্থী ও গবেষকদের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ফেলোশিপ প্রদান করে থাকে।

[33625]

ফেলোশিপ প্রাপ্তরা এমএসসি ক্যাটাগরিতে প্রত্যেকে ৫৪ হাজার টাকা, এমফিল ক্যাটাগরিতে ৯৯ হাজার টাকা ও পিএইচডি ক্যাটাগরিতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।