দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
বিভাগের ‘সিএসই ক্লাব অব এইচএসটিইউর’নতুন কমিটি গঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে একই বিভাগের চেয়ারম্যান প্রফেসর আদিবা মাহজাবিন নিতু, সহ সভাপতি মো. মেহেরাফ হোসেন নিশাত এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাব্বি হোসেন অনি ।
কমিটির সাধারণ সম্পাদক রাব্বি হোসেন অনি বলেন, আমাদের লক্ষ্য এই ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সিএসই বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করা। যাতে তারা ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সঠিকভাবে প্রস্তুত হতে পারে। সবাই একসঙ্গে কাজ করলে আমরা একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারব। বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।
সহ-সভাপতি মো. মেহেরাফ হোসেন নিশাত বলেন, ক্লাবের উন্নতির ধারাবাহিকতা বজায় রেখে আমরা কম্পিউটার সায়েন্স সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কীভাবে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট এবং প্রবলেম সলভিং স্কিল বাড়ানো যায় তা নিয়ে কাজ করব। একুশ শতকের স্কিল নিয়ে ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন অব্যাহত রাখব। সামনে ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে চাই।
আপনার মতামত লিখুন :