বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

বিদেশি ছাত্রীকে যৌন নিপীড়ন, বাকৃবির অধ্যাপক স্থায়ী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১১:৩৯ এএম

বিদেশি ছাত্রীকে যৌন নিপীড়ন, বাকৃবির অধ্যাপক স্থায়ী বরখাস্ত

ছবি- রূপালী বাংলাদেশ

মালয়েশিয়ান এক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম হারুন-অর-রশিদকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন শাখা) মো. নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত অধ্যাপক ড. এম হারুন-অর-রশিদ কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক। তার বিরুদ্ধে মালয়েশীয় এক নারী শিক্ষার্থী গত বছরের ২৫ সেপ্টেম্বর যৌন নিপীড়নের লিখিত অভিযোগ দেন।

এর পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত বছর ১৪ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি অধিবেশনে তাকে সাময়িক বরখাস্ত করা করা হয়।

এরপর ওই শিক্ষককে পাঠানো কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ আদেশ ১৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন শাখা) মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দুটি কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষককে চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না, তা জানতে নোটিশ প্রদান করা হয়। নোটিশের জবাব পাওয়ার পর তার শাস্তির বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, ওই শিক্ষক তার বাসায় জোরপূর্বক প্রবেশ করে তাকে একাধিকবার যৌন হয়রানি করেছেন এবং ফোনে বিভিন্ন অশোভন বার্তা পাঠাতেন।

আরবি/এসআর

Link copied!