বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ববিতে আন্দোলনকারীদের শিবির ট্যাগ, সমন্বয়ককে মারধর

ববি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৯:৪১ এএম

ববিতে আন্দোলনকারীদের শিবির ট্যাগ, সমন্বয়ককে মারধর

ছবি- রূপালী বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভিসি বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের শিবির ট্যাগের অভিযোগে এক শিক্ষার্থীর ওপর হামলা করে মারধর করেছে একদল শিক্ষার্থী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরমধ্যে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভিসি গেইটের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. ইমরান আল আমিন রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

জানা যায়, শুক্রবার জুম্মা নামাজের পর পরই উপাচার্য বিরোধী আন্দোলনে যুক্ত হন শিক্ষার্থীরা। এ সময় স্বৈরাচারের দোসর ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করে তার বাসভবনে অবস্থান নেন । পরে আন্দোলন শেষ হলে ভুক্তভোগী ইমরানকে ডাকেন একদল শিক্ষার্থী। সেখানে কয়েক দফায় শিবির ট্যাগ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে তৎক্ষণায় ওপর হামলা চালিয়ে মারধর করা হয়।

ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। তারা হলেন- লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (ভর্তি শিক্ষাবর্ষ) জাহিদুল ইসলাম ওরফে জাহিদ, কোস্টাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম (রকি) ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত।

ভুক্তভোগী ইমরান আল আমিন বলেন, আমার ওপর হামলা চালানো হয়েছে। মাথায় আঘাত পাওয়ার কারণে ঠিকমত কথা বলতে পারছি না। হামলাকারী ও ইন্ধন দাতাদের বিচার চাই।

এসব বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে একজন অভিযুক্ত রাকিবুল ইসলাম রকি হামলা চালানোর কথা অস্বীকার করে বলেন, আমি হামলা বা মারধর করিনি। ঘটনাস্থলে একপাশে দাঁড়িয়ে ছিলাম।

নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি। অথচ ইমরান উপাচার্যের পক্ষে হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছে এবং স্বৈরাচারের দালালি করে আন্দোলনরত শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়েছে। সেজন্য শিক্ষার্থীরা তার উপর ক্ষিপ্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলামের কাছে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।

আরবি/এসআর

Link copied!