জবির ‘বি’ ইউনিটের পরীক্ষা, প্রতি আসনের বিপরীতে ৫৫ শিক্ষার্থী

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:৪৪ পিএম

জবির ‘বি’ ইউনিটের পরীক্ষা, প্রতি আসনের বিপরীতে ৫৫ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা। চার বছর পর বিশ্ববিদ্যালয়টির নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) মোট তিনটি শিফটে (সকাল ১০টা, দুপুর ১টা ও বিকেল ৪টা) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, সুষ্ঠু পরিবেশেই ভর্তি পরীক্ষা চলছে। ১৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ সম্ভব হবে।

জানা গেছে, বি- ইউনিটের পরীক্ষায় ৭৮৫টি আসনের বিপরীতে লড়েছে ৪৪ হাজার ভর্তিচ্ছু। প্রতি আসনের বিপরীতে ৫৫ জন। তিনটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা চলছে দুপুর ১টা থেকে। যা শেষ হবে ২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত।

বি ইউনিটের পরীক্ষায় মোট নম্বর ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষা হবে ৭২ নম্বরের। বহু-নির্বাচনী পরীক্ষা হবে ২৪ নম্বরের।

আরবি/এসআর

Link copied!