হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, বিভিন্ন হলের হল সুপারসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। এরপর অতিথিরা জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের শপথ পাঠ করানো হয়, শপথ পাঠ শেষে মার্চ পাস্ট ও মশাল প্রজ্বলন করা হয়।
অতঃপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।
দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলেই অংশগ্রহণ করেন। পরবর্তীতে বিকেল ৫ টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে এবং চরিত্রগঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। এটা পড়ালেখারই একটা অংশ। পরবর্তী জীবনে এর সুফল তোমরা পাবে বৈষম্যহীন সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ খেলার মাঠে সবাই সমান।
আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শরীরচর্চা বিভাগের দক্ষতা ও অত্যন্ত বলিষ্ঠ ভূমিকার কারণে অল্প সময়ের মধ্যেই এমন একটি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়েছে, এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।
বক্তব্য শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।