ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলে এক লুঙ্গি চোরকে হাতেনাতে আটক করেছে শিক্ষার্থীরা।পরে তাকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাত তিনটায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল রাত তিনটায় সূর্য সেন হল থেকে লুঙ্গি চুরি করার সময় শিক্ষার্থীরা হাতেনাতে ধরে ইনজামাম মানের ওই চোরকে। তখন তার ব্যাগ চেক করলে ব্যাগে আটটি লুঙ্গি পাওয়া যায়। এরপর শিক্ষার্থীরা গেস্টরুমে আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালায়। পরে আজ শুক্রবার সকালে হল প্রশাসন আসলে আবার জিজ্ঞাসাবাদ শুরু হয়।
হল প্রশাসন জানিয়েছে, আটক চোর ইফতেকার ওরফে ইনজামাম। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দিত। ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্যার এ এফ রহমানের আরিফ, সানী, আলামিন ও মাসুম তাকে হলে আশ্রয় দেয় এবং ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করে দেয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য ফরম পূরণ করে। ছাত্রদলের ফরম পূরণের কাজটি করে একই শিক্ষাবর্ষের টুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বাদশা বিন ফরহাদ (আলভী)।
শিক্ষার্থীরা জানায়, ইনজামাম বিভিন্ন সময় ঢাবির ছেলেদের হলগুলো থেকে লুঙ্গি ও মোবাইল চুরি করত৷শুধু স্যার এ এফ রহমান হল থেকেই ২৫০/৩০০ লুঙ্গি ও দুটি স্মার্টফোন চুরি করেছে। চুরি আটকানোর জন্যে নিরাপত্তার স্বার্থে এফ রহমান হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে বাধ্য হয়েছে হল প্রশাসন।
সার্বিক বিষয়ে স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ জানান, ‘চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর চোরকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’