ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

জবির ভর্তি পরীক্ষায় ২ ফুট উচ্চতার মুস্তাকিন

জবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৮:৪১ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন মুস্তাকিন আহমেদ। ব্যতিক্রমী এ পরীক্ষার্থীর উচ্চতা ২ ফুট মাত্র। চট্টগ্রাম থেকে আসা এ তরুণ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এ ইউনিটের ২য় শিফটে দুপুর (১ টা থেকে ২ টা) ভর্তি পরীক্ষা উপস্থিত হন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতা তার উচ্চশিক্ষার স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি। ছোটবেলা থেকেই শিক্ষা অর্জনের প্রতি তার গভীর আগ্রহ ছিল।

মুস্তাকিন বলেন, ‘আমি সবসময় চেয়েছি পড়াশোনা চালিয়ে যেতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়েই এখানে এসেছি।’

তিনি বলেন, ‘শারীরিক উচ্চতা আমার জন্য কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। আমি বিশ্বাস করি, মনের উচ্চতাই আসল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি আরও এগিয়ে যেতে পারব।’

ভর্তি পরীক্ষার হলে প্রবেশের সময় অনেক পরীক্ষার্থী ও অভিভাবকের নজর কাড়েন মুস্তাকিন। তার আত্মবিশ্বাস ও শিক্ষার প্রতি আগ্রহ দেখে সবাই মুগ্ধ হন। পরীক্ষার কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত বিএনসিসি‍‍`র পক্ষ থেকে তার জন্য বিশেষ সহায়তা প্রদান করা হয়, যাতে তিনি নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন।