বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-এর ৬ষ্ঠ সমাবর্তন সোমবার (২৪শে ফেব্রুয়ারি) শের-ই-বাংলা নগরের বিসিএফসিসি-তে অনুষ্ঠিত হয়। সমাবর্তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন।
বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী গ্র্যাজুয়েটদের একাডেমিক সাফল্যের জন্য অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ বজায় রাখতে উৎসাহিত করেন।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, যিনি শিক্ষার গুরুত্ব এবং কঠোর পরিশ্রমের উপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষ পুরস্কারের মধ্যে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন এমবিএ-এর শিক্ষার্থী ইশরাত জাহান, বোর্ড অব ট্রাস্টিজ গোল্ড মেডেল পান লাবিবা ফেরদৌস এবং উপাচার্য গোল্ড মেডেল লাভ করেন রাবেয়া আফরিন মীম।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :