সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপানে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৮ সদস্যদের শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের সদস্যরা জাপান বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সি (জেএসটি) এর আমন্ত্রণ ও অর্থায়নে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ২৪ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানশিতে বিভিন্ন কর্মশালায় অংশ নেবেন।
বিভিন্ন গবেষণাগার পরিদর্শন, লেকচার প্রোগ্রামে অংশগ্রহণ, উভয় বিশ্ববিদ্যালয়ের গবেষণাকর্ম উপস্থাপন ও মতবিনিময় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ও কোগাকুইন বিশ্ববিদ্যালয় এর মধ্যে সমঝোতামূলক গবেষণা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করবে।
পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম এর নেতৃত্বে প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষকরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের ড. মো. লোকমান হোসেন, মো. আসাদুজ্জামান এবং শিক্ষার্থীরা হলেন- শাহরিয়ার ইমন, মো. আল-আমিন, মো. আতিকুর রহমান, শাওনূর রহমান।
তারা জানান, এই ধরণের প্রোগ্রাম মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণাখাতের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উভয় বিশ্ববিদ্যালয়ের এর মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক এক্সচেঞ্জ এবং যৌথ কর্মশালা আয়োজনের সুযোগ তৈরি হবে।
আপনার মতামত লিখুন :