ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০১:৪৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবাহী ভাড়ায় চালিত একটি বাস।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে, ইবি চিকিৎসাকেন্দ্র ও বাজার সংলগ্ন ডিনপেনসারিগুলোতে নিয়ে যাওয়া হয়।

জানা যায় প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে কুষ্টিয়ার কাষ্টম মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে ‍‍`সুহাইল‍‍` নামক বাসটি। চালক অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলেন এবং অন্য গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বৃত্তিপাড়া নামক স্থানে রাস্তার ডান পাশে বাসটি উল্টে পড়ে যায়।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বলেন, চালক অনেক গতিতে গাড়ি চালাচ্ছিলেন। বাসটি রাস্তার বাম পাশেই ছিল। সামনের একটা বাস পার করে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। বাস থেকে বের হয়ে শিক্ষার্থীরা ড্রাইভারের দোষ দেন। তিনি আগে থেকেই এভাবে গাড়ি চালাতেন। উনার বিরুদ্ধে অনেক অভিযোগ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ১২ জন আহতকে কুষ্টিয়া মেডিকেলে নিয়ে আসা হয়। এর মধ্যে ৮ জনকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া দেওয়া হয়েছে। ৪ জন একটু বেশি আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার কাজ চলছে। আমি আছি এখানেই।