ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

নতুন অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মতিঝিল আইডিয়াল শিক্ষার্থীরা রাস্তায়

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৫:১২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নবনিযুক্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

এ সময় তারা নতুন অধ্যক্ষের পদত্যাগ ও  একজন সাবেক আর্মি অফিসারকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে আমরা আমাদের আগের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলাম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেন। আমাদের দাবি ছিল সেনাবাহিনীর সাবেক যেকোনো একজন অফিসার নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন। কিন্তু আমরা আজ দেখতে পেয়েছি ফেরদৌস নামে আওয়ামীপন্থি ঘুষখোর একজন শিক্ষককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  আমরা কোনো শিক্ষার্থী তাকে অধ্যক্ষ হিসেবে মেনে নেব না। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা শিক্ষার্থীরা কেউ স্কুলের ভেতরে প্রবেশ করতে পারছি না। কিন্তু বিএনপির বিভিন্ন নেতারা ভেতরে প্রবেশ করছেন। কিন্তু আমরা চাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস।’