নারী কোটায় পুরুষ শিক্ষক নিয়োগ! তোলপাড়

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৭:৪৯ পিএম

নারী কোটায় পুরুষ শিক্ষক নিয়োগ! তোলপাড়

নীলকণ্ঠ আইচ মজুমদার ও প্রভাষক মানিক চ ন্দ্র দেবনাথ ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে নারী কোটায় দুজন পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষাঙ্গন ও এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।

জানা যায়, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি ২০০১ সালে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার সময় ছয়জন পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, পরবর্তী নিয়োগে নারী শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়। কিন্তু ২০০৬ সালের ৮ জুন প্রভাষক-ব্যাংকিং ও প্রভাষক-উদ্যোক্তা উন্নয়ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। উভয় পদে নারীসহ একাধিক প্রার্থী আবেদন করলেও লিখিত ও মৌখিক পরীক্ষার পর নীলকণ্ঠ আইচ মজুমদার ও মানিক চন্দ্র দেবনাথ নামে দুজন পুরুষ শিক্ষক নিয়োগ পান।

নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী কোটার বিষয়টি উল্লেখ না থাকায় এই নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে ৩০ শতাংশ নারী শিক্ষক না থাকলে শূন্য পদে পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। বর্তমানে কলেজটিতে মোট ১০ জন শিক্ষকের মধ্যে মাত্র একজন নারী শিক্ষক রয়েছেন।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফা কামাল জানান, তিনি ২০২৩ সালে যোগদানের পর বিষয়টি নজরে আসে। কলেজ পূর্ণাঙ্গ কমিটি না থাকায় বিষয়টি আলোচনা করা সম্ভব হয়নি। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুন বলেন, স্কুল-কলেজে ৩০ শতাংশ নারী শিক্ষক থাকা বাধ্যতামূলক। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ জানান, বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ শতাংশ নারী শিক্ষক বাধ্যতামূলক। কোনো প্রতিষ্ঠানে এই কোটা পূরণ না হলে শূন্য পদে পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজে এই নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

আবু/এস

Link copied!