ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাবিতে হাতাহাতির সময় নর্থ সাউথের ছাত্রীকে ‘কামড়’

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১০:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে সংগঠনের আত্মপ্রকাশকালে নিজেদের মধ্যে হাতাহাতিতে অন্তত ১১ জন আহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের মাহিরা ইভা নামে এক ছাত্রীকে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে। হাতাহাতির পর সাংবাদিকদের ওই ছাত্রী তার ডান হাতে দেওয়া কামড়ের দাগ দেখিয়ে ঘটনার কথা জানান।

মাহিরা ইভা জানান, ‘আমরা সংঘর্ষে যেতে চাইনি। আমাদের সহযোদ্ধা বুশরাকে যখন বেড টাচ করা হয় তখনি সংঘর্ষটা শুরু হয়। ওই ছেলের ছবি ও ভিডিও করা আছে। আমরা শুধু চেয়েছিলাম প্রেস ব্রিফিংয়ে আমরা থাকবো। আমাকে বুকে ঘুসি দেওয়া হয়েছে, পরে আমি সেন্সলেস হয়ে যাই। তারা কতটা অমানবিক হলে একটা মেয়েকে কামড় দেয়।’

আহতরা জানান, গতকাল (বুধবার) বিকেলে মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয় নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান। এই ঘোষণা ঘিরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষ নিজেরা সন্তোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শরীরে জখম রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।