২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস (বাচেলর অব ডেন্টাল সার্জারি) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের এই পরীক্ষা সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হয়ে ১১টা পর্যন্ত চলে।
এবারের ভর্তি পরীক্ষায় ৫৪৫টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৬৮৪ জন আবেদনকারী অংশগ্রহণ করেছেন, যার মানে প্রতি আসনে লড়েছেন ১২৬ জন ভর্তিচ্ছু। লিখিত পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন ছিল, যার মধ্যে জীববিজ্ঞান থেকে ৩০, রসায়ন থেকে ২৫, পদার্থবিজ্ঞান থেকে ২০, ইংরেজি থেকে ১৫ এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) থেকে ১০ নম্বর রয়েছে। পরীক্ষার সময় ছিল এক ঘণ্টা।
পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে, এবং একাধিক উত্তর দিলে সেটি ভুল হিসেবে গণ্য হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম প্রাপ্তরা অকৃতকার্য হিসেবে গণ্য হবে এবং তাদের ভর্তি প্রক্রিয়া বাতিল হবে।
এই বছর সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট ৫৪৫টি আসনের মধ্যে ৫১৩টি সাধারণ, ২৭টি মুক্তিযোদ্ধা কোটায় এবং ৫টি ট্রাইবাল কোটায় সংরক্ষিত রয়েছে।