পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে অনলাইনে ক্লাস চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৫ মার্চ) জবি উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম এর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভার সিদ্ধান্ত শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৫/০৩/২০২৫ খ্রি. বুধবার সকাল ৮:৩০টায় সম্মানিত উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে মাননীয় ট্রেজারার, সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর ও পরিচালক (ছাত্র কল্যাণ)-এর সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ০৯/০৩/২০২৫ খ্রি. থেকে ২০/০৩/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত সকল ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস রুটিন অনুযায়ী Online-এ ক্লাস অনুষ্ঠিত হবে।’
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘প্রত্যেক ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার রুটিন অনুযায়ী সশরীরে সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে।’