ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

হাবিপ্রবিতে ধর্ষকদের বিচার চেয়ে বিক্ষোভ

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১০:১০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সারাদেশে ধর্ষণ ও নারীদের উপর সহিংসতার ঘটনায় হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) সন্ধ্যায় এ বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা।

সম্প্রতি দেশব্যাপী ধর্ষণ ও নারীর ওপর নিপীড়নের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের ডাক দেয় হাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিক্ষোভ মিছিলে ধর্ষণবিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে হাবিপ্রবি ক্যাম্পাস।

 এ সময় ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’,‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

এ সময় মিছিলে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, বিগত পাঁচ বছরের পরিসংখ্যানে ১১ হাজারের বেশি নারীকে নির্যাতন করা হয়েছে ও ৬ হাজারের বেশি নারীকে ধর্ষণ করা হয়েছে। বিগত সময়ে নারী নির্যাতনের যথাযথ বিচার হলে আজ আছিয়ার মতো শিশু ধর্ষণের শিকার হতো না। তাই অন্তর্বর্তী সরকার যেন দ্রুত এ সকল ধর্ষণের ও নারী নির্যাতনের বিচার করে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করে। আমরা বর্তমান সরকারের কাছে এই দাবিই জানাতে চাই।