ঢাকায় হচ্ছে ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৮:২৪ পিএম

ঢাকায় হচ্ছে ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’

রাজধানী ঢাকায় ‘গ্রামীণ বিশ্বদ্যালয়’ নামে নতুন একটি বেসরকারি বিশ্বদ্যালয় হচ্ছে- ছবি: সংগৃহীত

‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ নামে রাজধানী ঢাকায় নতুন একটি বেসরকারি বিশ্বদ্যালয় হচ্ছে।

সরকার থেকে বিশ্ববিদ্যালয়টির স্থাপন ও পরিচালনার অনুমোদনও পেয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে অনুমোদনের চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মোট ২২টি শর্তে সাময়িক অনুমোদন দিয়ে আদেশ জারি করা হয়েছে।

 

বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৫ টি। নতুন এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে সংখ্যা দাঁড়াচ্ছে ১১৬ টিতে। অবশ্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বর্তমানে বন্ধ আছে।

‘গ্রামীণ ইউনিভার্সিটি’স্থানে শর্তের মধ্যে আছে- সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়কে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০–এর সব বিধান ও শর্ত মেনে চলতে হবে।

এছাড়াও প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে ইত্যাদি।

তবে ওই বিশ্ববিদ্যালয়টি কোথায় স্থাপন হবে বা এটির পরিচালনায় কারা থাকছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরবি/ফিজ

Link copied!