সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

টানা ৪০ দিনের ছুটি শেষে যেদিন খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ১২:৫০ পিএম

টানা ৪০ দিনের ছুটি শেষে যেদিন খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও বিভিন্ন দিবসসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৪০ দিনের ছুটিতে ছিল দেশের সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এ দীর্ঘ ছুটি শেষে আগামী বুধবার (৯ এপ্রিল) খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতর মিলিয়ে গত ২ মার্চ শুরু হয় ছুটি। যা শেষ হবে আগামী ৮ এপ্রিল। এতে করে একটানা ৪০ দিন বন্ধ থাকল শিক্ষাপ্রতিষ্ঠান।

এর আগে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ইউনুছ ফারুকী বলেন, রমজান ও ঈদুল ফিতরসহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি পাবে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য। সূত্র আরও জানায়, বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে। 

আরবি/এফআই

Link copied!