৬ দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে বৈঠকে বসেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর বৈঠক শুরু হয়েছে।
বিষয়টি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তারা জানান, ১৬ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে বসেছে।
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও তারা জানান।
তাদের আন্দোলন চলবে নাকি প্রত্যাহার হবে- তা এই বৈঠকের পর জানানো হবে বলেও জানান তারা।
এর আগে বুধবার সকাল ১০টার দিকে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
কর্মসূচি চলাকালে কুমিল্লায় সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে ৩৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়।
আন্দোলনের কারণে সারা দেশের মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে রাতে এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও মধ্যরাতে ভিডিও বার্তায় সেটি বাতিল করা হয়।
আপনার মতামত লিখুন :