রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০২:৫২ পিএম

বাংলাবিদ আসরের সেরা হলেন চট্টগ্রামের অভিষেক দাশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০২:৫২ পিএম

বাংলাবিদ আসরের সেরা হলেন চট্টগ্রামের অভিষেক দাশ

ছবি: সংগৃহীত

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতার ষষ্ঠ আসরে চট্টগ্রামের অভিষেক দাশ অর্জন করেছেন সেরা বাংলাবিদের খেতাব। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে রিফা তাসনিয়া ও রশ্মি তুলতুল চৌধুরী। সেরা ছয় প্রতিযোগীর মধ্যে শীর্ষস্থান অর্জনকারী পেয়েছেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি, আর দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পেয়েছেন যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। পাশাপাশি শীর্ষ ১০ প্রতিযোগী পেয়েছেন একটি করে ল্যাপটপ, ৫০ হাজার টাকার বাংলা বই ও একটি বইয়ের আলমারিসহ ব্যক্তিগত গ্রন্থাগার গড়ে তোলার সুযোগ।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যার পর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আয়োজনে ষষ্ঠ পর্বের সেরা বাংলাবিদ নির্বাচন করা হয়। ছয়জনের উপস্থিতিতে ইতিহাস, বানান, সাহিত্য, শব্দার্থ, কবিতা, সংস্কৃতি বিভাগে প্রশ্নোত্তর, শব্দসৃষ্টি, শব্দরহস্যসহ বেশ কয়েকটি পর্বের প্রতিযোগিতায় সেরাদের বাছাই করা হয়। চূড়ান্ত পর্বের উপস্থাপনা করেন অভিনেতা মোশাররফ করিম।

দেশজুড়ে দীর্ঘ ১০ মাস ধরে বাছাইপর্ব এবং স্টুডিও পর্ব শেষে সেরা ছয়জন বাংলাবিদকে নিয়ে আয়োজিত হয় এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্যায়ের সেরা ছয় বাংলাবিদ ছিলেন বরিশালের আদিবা মহসিন, সিলেটের প্রিয়ন্তি দাশ প্রান্তি, চট্টগ্রামের রশ্মি তুলতুল চৌধুরী, খুলনার সানিয়ান শুভ্র বিশ্বাস, ঢাকার রিফা তাসনিয়া, চট্টগ্রামের অভিষেক দাশ।

দেশজুড়ে ৯টি অঞ্চলের বাছাই পরীক্ষা এবং ১৯টি স্টুডিও পর্বের জমজমাট প্রতিযোগিতার মাধ্যমে দেশব্যাপী লক্ষাধিক শিক্ষার্থী থেকে বাছাই করে নেওয়া হয় শীর্ষ ছয় প্রতিযোগীকে। এদিন অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগীদের কণ্ঠে গাওয়া গানের সুরে নৃত্য পরিবেশন করা হয়। এ ছাড়া আগুন, মাশা এবং ফেরদৌস গান পরিবেশন করেন।

নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননকে শানিত করা এবং বাংলাকে হৃদয়ে ধারণ করানোর উদ্দেশ্যে ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চ্যানেল আইয়ে প্রচার হয় প্রতিযোগিতাটি।

উৎসবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, ইস্পাহানি টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর হান্নান। ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি, ইমাদ ইস্পাহানি, ড. তারিক মনজুর প্রমুখ।

প্রতিযোগিতার প্রধান বিচারক লেখক সাংবাদিক আনিসুল হক, বিচারক অভিনয়শিল্পী ত্রপা মজুমদার ও বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।

রূপালী বাংলাদেশ

Link copied!