সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষার সিলেবাস আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। আগামী নভেম্বরে সম্ভাব্য ৪৯তম বিসিএস থেকেই চালু হতে পারে এই নতুন সিলেবাস।
বৃহস্পতিবার (২৮এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এবং অন্যান্য সদস্যরা।
চেয়ারম্যান জানান, ৪৯তম বিসিএস থেকে পরীক্ষার প্রশ্নপত্র এমনভাবে তৈরি করা হবে, যাতে প্রার্থীরা শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের প্রতিযোগিতার উপযোগী করে তুলতে পারেন। একইসঙ্গে পিএসসিকে আরও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের প্রতিশ্রুতিও দেন তিনি।
পিএসসির সদস্য মো. নাজমুল আমীন মজুমদার জানান, ভারতের মতো পার্শ্ববর্তী দেশগুলোর সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস পর্যালোচনা করে আমাদের নতুন সিলেবাস গঠন করা হচ্ছে। তিনি বলেন, 'মুখস্থ নির্ভরতা কমিয়ে বাস্তবভিত্তিক ও বিশ্লেষণমূলক দক্ষতার উপর জোর দেওয়া হবে। প্রার্থীরা যাতে শুধু সিভিল সার্ভিসেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলতে পারেন, সে দিকটিও বিবেচনায় রাখা হচ্ছে।'
পিএসসির আরেক সূত্র জানায়, ৪৯তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক তিন ধাপে পরীক্ষা নেওয়া হবে, তবে সিলেবাসে আসবে উল্লেখযোগ্য কিছু বিষয়বস্তুগত পরিবর্তন।