ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

পিঠা উৎসবের আয়োজনে এ্যাভোরেজ ইন্টারন্যাশনাল স্কুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৪:৩৪ পিএম

পিঠা উৎসবের আয়োজনে এ্যাভোরেজ ইন্টারন্যাশনাল স্কুল

ছবি: রূপালী বাংলাদেশ

এ্যাভোরেজ ইন্টারন্যাশনাল স্কুল, এটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত একটি ইসলামি ইংরেজি মাধ্যম স্কুল। প্রতিষ্ঠানটি কেবল একাডেমিক শিক্ষা নয়, নৈতিক দিক থেকেও শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলেছে।

এটি রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। এ্যাভোরেজ ইন্টারন্যাশনাল স্কুল প্রতি বছরের ন্যায় এ বছরও পিঠা উৎসবের আয়োজন করেছে।লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজে‍‍‍‍`র মাঠে শনিবার সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। স্কুলের ছাত্র-ছাত্রীদের কর্তৃক তৈরিকৃত পিঠা ৭৬টি স্টলে প্রদর্শন করা হয়। এসব পিঠা স্কুলের অভিভাবক ও অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ক্রয় করে।

এ্যাভোরেজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সভাপতি, খান মোহাম্মদ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে আয়োজিত পিঠা মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করেন।

তিনি বলেন, আমাদের ছাত্রছাত্রীরা জাতির ভবিষ্যৎ এবং এ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সঠিক সুযোগ, শিক্ষা এবং পর্যবেক্ষণের ক্ষমতা দেওয়া হলে, তারা দেশের উন্নয়নের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান অতিথির কাছে তার অভিমত জানতে চাইলে তিনি বলেন যে, একটি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামের শিক্ষায় সমৃদ্ধ হবে।এটি একটি আন্তর্জাতিক মানের স্কুল, যা কেবল ইংলিশ মিডিয়াম নামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা শিক্ষার্থীদের নৈতিকতা বিকাশে বিশেষ গুরুত্ব দেবে।

তিনি আরও বলেন যে, দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য একটি নির্দিষ্ট মডেল কাঠামো ও পাঠ্যক্রম প্রয়োজন, যা আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।তরুণ প্রজন্মকে সুযোগ দিতে হবে,তারা যেন দেশের শিক্ষা কাঠামো পর্যবেক্ষণ করতে পারে, তাদের মতামত দিতে পারে এবং সংস্কারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি অধ্যক্ষ আনিসুর রহমান সোহাগের বিরুদ্ধে সনদপত্র জালিয়াতির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান যে, ঢাকা শিক্ষা বোর্ড অধ্যক্ষ আনিসুর রহমান সোহাগেকে নোটিশ দিয়ে তলপ করেছেন। স্কুল পরিচালনা পর্ষদ তাকে পদ থেকে অব্যাহতি প্রদান করেছে।শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়কে অব্যাহতি প্রদানের বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।

মুফতি কাজী ইব্রাহিম বিভিন্ন সময়ে স্কুলের মালিকানা দাবি করার বিষয়ে জানতে চাইলে খান মোহাম্মদ আখতারুজ্জামান বলেন যে, কাজী ইব্রাহীম তাদেরএকজন বেতনভুক্ত অতিথি শিক্ষক মাত্র। স্কুলের মালিকানায় তার কোন অংশ নেই এবং স্কুলের মালিকানা নিয়ে তার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

খান মোহাম্মদ আখতারুজ্জামান অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তারা শিক্ষার গুণগতমান উন্নয়নে দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ এবং অভিভাবকদের মূল্যবান সংস্কারণ প্রস্তাবকে মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা নিতে সদা প্রস্তুত।

এ সময় তিনি আরো বলেন যে, একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা শতভাগ নিশ্চিত করতে নিজস্ব খেলার মাঠসহ স্থায়ী ক্যাম্পাস, মানসম্মত শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে এ্যাভোরেজ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদ প্রতিশ্রুতিবদ্ধ।

আরবি/জেডআর

Link copied!