ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩য় আন্তর্জাাতিক শিক্ষা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৭:২২ পিএম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩য় আন্তর্জাাতিক শিক্ষা সম্মেলন

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ২৪তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর আন্তর্জাতিক মাতুভাষা ইন্সটিটিউটে ১৮ ‘‘জানুয়ারি বিশ্ব শান্তির জন্য শিক্ষা” (Education for World Peace) শীর্ষক দুদিনব্যাপী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভভার্সিটি ৩য় আন্তর্জাতক শিক্ষা সম্মেলন শুরু হয়েছে। গণপ্রজানতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্তাপন করেন নথ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গ্রামীনফোনের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের মহাসচিব অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক এম এ সবুর, ড্যাফোডিল ইন্টারন্যাশন ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক তারেক রহমান, ট্রাষ্ট মডেল একাডেমীর উপাধ্যক্ষ মোস্তাকিমা ইসলাম মিম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক অধ্যক্ষ নূরেশৈশ আলম তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বলেন, শৈশবই শিক্ষার্থীদেও মধ্যে সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের মত বিষয়গুলি বেশী জাগরুক হয় । তাই প্রথম থেকে দশম শ্রেনী পর্যন্ত  শিক্ষা কারিকুলাম এমন ভাবে প্রনয়ণ করতে হবে যাতে মুখস্ত বিদ্যার উপর চাপ কমিয়ে সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের মত বিষয়গুলিকে ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরতে হবে যাতে শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মনে সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের মত বিষয়গুলো তাদেও মনে প্রভাব ফেলে এবং সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদেও উদ্দেশ্যে বলেন, দেশ আপনাদেরকে অনেক কিছু দিয়েছে, এখন দেশের জন্য কিছু করতে হবে। যে যেই অবস্তানেই থাকেন না কেন, দেশ সমাজ রাষ্ট্রের জন্য কিছু করার লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে তিনি দেশপ্রেম জাগ্রত করার আহবান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!