ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
স্কুলে ভর্তি

১০ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৯:১৫ এএম

১০ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ

ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা হবে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদনকৃত প্রায় ১০ লাখ শিক্ষার্থীর।এই শিক্ষার্থীরা জানতে পারবে কে কোন শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়ার সুযোগ পেয়েছে।  তবে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ঘরে বসেই ডিজিটাল ফল অনলাইন ও এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ডিজিটাল লটারির এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম উপস্থিত থাকবেন।

ধারাবাহিকবাবে গত কয়েক বছরের মতো এবারেও শিক্ষার্থীদের সরকারিতে আগ্রহ দেখা গেছে। তবে এর বিপরিতে অনাগ্রহ দেখা গেছে বেসরকারি শিক্ষা প্রতষ্ঠিানগুলোতে। সরকারি বেসরকারি স্কুলের প্রথম ও নবম শ্রেণিতে ভর্তি আবেদন চলতি বছরের ১২ নভেম্বর শুরু হয়ে চলেছিলো একই মাসের ৩০ নভেম্বর পর্যন্ত।  

শিক্ষার্থী ও অভিবাবকরা এই ডিজিটাল লটারির ফলা ফল জানবেন যেভাবে:

ভর্তি আবদনের সময় শিক্ষার্থীরা যেই মোবাইল নম্বর ব্যবহার করেছে, লটারির এই কার্যক্রম শেষ হওয়ার পর সেই নম্বরে এসএমএস চলে যাবে। তার পরই নির্দিষ্ঠ ওয়েবসাইট https://gsa.teletalk.com.bd গিয়ে তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল ডাওনলোড ও প্রিন্ট করতে পারবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের উপ-পরিচালক এবং ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন।  

শুধু তাই নয় , বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন। তবে, ফলাফল ডাওনলোড করার সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষকদের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহতি করতে বলা হয়েছে। এছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে মাউশি। 
 

আরবি/জেআই

Link copied!