ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পদত্যাগ দুলাল চন্দ্র বিশ্বাসের

রাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৭:১১ পিএম

রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পদত্যাগ দুলাল চন্দ্র বিশ্বাসের

অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস। ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস পরিচালক পদ থেকে পদত্যাগ করে আগের কর্মস্থল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফেরত যাওয়ার জন্য আবেদন করেছে। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেছেন।

এ বিষয়টি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ সাদ আহমেদ উভয়ই নিশ্চিত করেন।

ইন্সটিটিউট সূত্রে জানা যায়, অনিয়ম, অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, শিক্ষার্থীদের বিভিন্নভাবে অসহযোগিতা, সেশন জট সৃষ্টি, দলীয় এজেন্ডা বাস্তবায়ন ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই অধ্যাপকের বিরুদ্ধে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে দায়িত্বরত পরিচালককে পদত্যাগের দাবি করে আসছে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এ ছাড়াও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে তাকে অবাঞ্চিত ঘোষনা করে একটা ব্যানার লাগিয়ে দেয়।

জানতে চাইলে অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ‍‍`আইইআরে আমাকে গত প্রশাসন দায়িত্ব দিয়েছিল। আমাকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বপদে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করেছি।‍‍`
 

রূপালী বাংলাদেশ

Link copied!