ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

আইইএলটিএস ছাড়া যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৫:৩৯ পিএম

আইইএলটিএস ছাড়া যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ

ছবি, সংগৃহীত

ঢাকা: উচ্চশিক্ষায় বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে যুক্তরাজ্য। বিশ্বের ১৯৫ টি দেশ থেকে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী দেশটিতে প্রতিবছর আসেন উচ্চশিক্ষার জন্য। Care2 Training Limited বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। স্বল্পমেয়াদী স্টাডি প্রোগ্রামে আইইএলটিএস (IELTS) বা অন্য কোনো ইংরেজি দক্ষতার সার্টিফিকেট ছাড়া যুক্তরাজ্যের শীর্ষ তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিচ্ছে।

বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আঠার বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা আলিম সমমানের।

আইইএলটিএস (IELTS) বা ইংরেজি ভাষার দক্ষতার কোনো সার্টিফিকেট ছাড়া আবেদনের সুযোগ থাকছে। একইসাথে, দ্রুত আবেদন প্রক্রিয়ার জন্য Care2 Training ফাইল প্রসেসিং-এ সহায়তায়সহ বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে স্কলারশিপ সুবিধা পাবার জন্য সাহায্য করবে বলে জানা যায়। ভিসা সংক্রান্ত তথ্য ও আবেদন প্রক্রিয়ায় বিশেষজ্ঞ সহায়তা। আবেদন প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত তথ্য প্রদানের মাধ্যমে সাহায্য করবেন তারা। 

আরবি/এস

Link copied!