ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

অনশন প্রত্যাহার করে সচিবালয় ছাড়লেন জবি শিক্ষার্থীরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৯:১২ পিএম

অনশন প্রত্যাহার করে সচিবালয় ছাড়লেন জবি শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি পূরণের আশ্বাসে অনশন প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তারা সচিবালয়ের সামনে থেকে ফিরে যান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব জানান, মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গীকার পাওয়ায় ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, বিকাল ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। বেলা পৌনে পাঁচটার দিকে তারা সচিবালয়ের সামনে এসে পৌঁছান। এ সময় অসুস্থ শিক্ষার্থীরা স্যালাইনের স্ট্যান্ডসহ রিকশায় চেপে পদযাত্রায় অংশ নেন। পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে অংশ নিতে দেখা যায়।

এক সংবাদ সম্মেলনে একেএম রাকিব বলেন, “আগামী বুধবার মন্ত্রণালয়ে মিটিং হবে, যেখানে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর নিয়ে চুক্তি স্বাক্ষর হবে। এছাড়া বাণী ভবন ও হাবিবুর রহমান হলে অস্থায়ী স্টিল বেজড ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ৭০ শতাংশ শিক্ষার্থীদের ভাতা দেওয়ার বিষয়েও যাচাই ও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এসব আশ্বাসে আমরা আমাদের অনশন প্রত্যাহার করছি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১) সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সবার সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকা অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।

২) পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩) যত দিন অবধি আবাসনের ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

আরবি/এফআই

Link copied!