ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাবির হলে গণবিবাহ কর্মসূচি, প্রাধ্যক্ষের ‘না’

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৫:৩৮ পিএম

ঢাবির হলে গণবিবাহ কর্মসূচি, প্রাধ্যক্ষের ‘না’

ছবি: সংগৃহীত

স্বৈরাচারের পতন উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা পুনর্মিলনী ও কাওয়ালি উদযাপন করবে।

শিক্ষার্থীরা বলছেন, এতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গণবিবাহ। তবে গণবিবাহের ব্যাপারে অনুমতি দেওয়া হবে না বলে জানান হলটির প্রাধ্যক্ষ।

জহুরুল হক হলের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, স্বাধীনতা 2.0 উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করবে তারা। শুধু জহু হলের যারা বিয়ে করতে চান, কনে ও বর উভয়পক্ষের সম্মতিক্রমে তারা এই বিয়েতে অংশগ্রহণ করতে পারবে। বিয়ের সকল খরছ হলের শিক্ষার্থীরা বহন করবে।

এ বিষয়ে হলটির প্রাধ্যক্ষ মোহাম্মদ ফারুক শাহ রুপালি বাংলাদেশকে বলেন, গণঅভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের মানসিক অবস্থা ঠিক করতে, ক্লাসের জন্য প্রস্তুত করতে আমরা স্বাধীনতা ভোজের ব্যবস্থা করছি। তবে গণবিবাহের ব্যাপারে আমি কিছু জানি না।

তিনি বলেন, হল পড়াশোনার জায়গা। এখানে গণবিবাহের আয়োজন কোনভাবেই হতে পারে না। আর এ বিষয়ে কোন অনুমতিও দেওয়া হবে না।

উল্লেখ্য, গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২ গ্রুপে দেওয়া গণবিবাহের পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

আরবি/এফআই

Link copied!