ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৬:৩১ পিএম

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রকাশিত হয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ২৪ শতাংশ।

সোমবার বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। গত ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

>>>ফলের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন<<<

বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ, নতুন আইনের খসড়া প্রকাশএ বছরের ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। ১৫ মে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে মোট পাস করেন চার লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পাসের হার ছিল ৩৫ দশমিক ৮০ শতাংশ। ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারেননি।

আরবি/এফআই

Link copied!