ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

স্কুলে ভর্তিতে বাতিল হচ্ছে গণভবন ও কলোনি কোটা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৯:১৯ এএম

স্কুলে ভর্তিতে বাতিল হচ্ছে গণভবন ও কলোনি কোটা

ছবি: সংগৃহীত

ঢাকা: এবারও সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির জন্য লটারির মাধ্যমে বাছাই করা হবে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত নতুন ভর্তি নীতিমালায় মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য কোটা সুবিধা বাদ দেওয়া হয়েছে এবং কেবল মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটায় ভর্তির সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি, গণভবন কোটা ও কলোনি কোটা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে শেরে বাংলা নগরের গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে গণভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা ১০০% কোটা সুবিধায় ভর্তি হতো, যা এবার বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে থাকা মতিঝিল এজিবি কলোনি কোটা, যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা কোটা সুবিধা পেতেন, সেটিও এবার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানিয়েছেন, এ ধরনের কোটাগুলোতে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। তাই, এবার অন্যান্য স্কুলের মতোই শুধু লটারির মাধ্যমেই ভর্তিচ্ছুদের নির্বাচিত করা হবে। শিক্ষা অধিদপ্তর ও টেলিটককে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!