ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

স্নাতকোত্তরেও প্রথম ঢাবি শিবির সেক্রেটারি, সিজিপিএ ৩.৯৭

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৬:২৪ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান স্নাতকোত্তরে সর্বোচ্চ ৩.৯৭ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) মহিউদ্দিন খান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।

 

সেক্রেটারি মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। স্নাতক সম্মানে ৩.৯৩ সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন তিনি। এবার স্নাতকোত্তরেও ৩.৯৭ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন তিনি।

মহিউদ্দিন খান পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! মাস্টার্সের শুরুটা সহজ হলেও মাঝামাঝি সময়ে এসে জুলাই আন্দোলনের নিশ্চয়তা-অনিশ্চয়তার দোলাচলে মাস্টার্সের জার্নিটাও অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছিল বলা চলে। তেমন অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে প্রথম হওয়ার অনুভূতি অন্য সময়ের চেয়ে তো কিছুটা আলাদাই। আল্লাহর অশেষ শুকরিয়া জানাই।’

 

মহিউদ্দিন খান ফলাফলের বিষয়ে বলেন, ‘ভালো ফলাফলের অনুভূতি সবসময়ই আনন্দের, আলহামদুলিল্লাহ। তবে মাস্টার্সের মাঝামাঝি সময়ে জুলাই আন্দোলনকেন্দ্রিক যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সবকিছুতে তারপর এমন ফলাফল অবশ্যই স্বস্তির এবং বিশেষভাবে মনে রাখার মতো।’