ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন কলেজে ভাঙচুরের অভিযোগ এনে দেশবাসী ও পুলিশ প্রশাসনের কাছে বিচার চেয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ ১১টায় কয়েকজন ছাত্র নামধারী সন্ত্রাসী ঢাকা সিটি কলেজে অতর্কিত হামলা করে। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই হামলার নিন্দা জানাই এবং দেশবাসীর কাছে বিচার চাই।’
তিনি বলেন, ‘চলতি বছরের রমজানের আগে একবার ঢাকা সিটি কলেজের স্থাপনার ওপর হামলা করা হয়েছিল। আজ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউশি, ঢাকা জেলা প্রশাসনসহ দায়িত্বশীলদের আমরা আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সিটি কলেজ আমাদের জাতীয় সম্পদ। আমরা সবসময় শিক্ষার্থীদের বলি, তোমরা ছাত্ররা সবাই ভাই-ভাই। গন্ডগোল কোরো না। মনোমালিন্য হতে পারে, তবে এটাকে কেন্দ্র করে স্থাপনার ওপর হামলা কখনো কাম্য হতে পারে না। আমরা ছাত্রসমাজের কাছে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।’
তবে সংঘাত এড়াতে আগামী ২ দিনের জন্য ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। তিনি বলেন, ‘যেন আবারও কোনো খারাপ পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য বুধবার ও বৃহস্পতিবার সব ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।’