জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিটে এই ফলাফল প্রকাশ করে ভর্তি পরীক্ষা কমিটি। পরীক্ষার্থীরা gstadmission.ac.bd ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ ফলাফল জানতে পারবেন।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২১ হাজার ৫৬৪ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৬৬০ জন। ফলে মোট উত্তীর্ণের হার দাঁড়িয়েছে ৬৩.৩৫ শতাংশ।
এবারের পরীক্ষায় আবেদন করেছিলেন ২৩ হাজার ৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২১ হাজার ৫৬৪ জন, যা উপস্থিতির হার ৯৩.৫০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫০০ জন শিক্ষার্থী (৬.৫০ শতাংশ)। পরীক্ষার সময় ৬টি ওএমআর শিট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর আগে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী ২ মে এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ মে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে যথাসময়ে ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখে পরবর্তী করণীয় সম্পর্কে প্রস্তুতি নেওয়ার জন্য।