বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৯:৩৫ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪১ গবেষক নিয়ে সেমিনার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৯:৩৫ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪১ গবেষক নিয়ে সেমিনার

প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। রূপালী বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে গবেষণা প্রকল্প সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনামের সঞ্চালনায় সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

সেমিনারে উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম. কামাল এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গবেষণার গুণগত মান ঠিক রেখে গবেষণা যেন সর্বজন গৃহীত হয়, সে বিষয়টি গবেষকদের মনে রাখতে হবে। বিশেষ করে গবেষণার গুণগত মানের দিকে নজর দিতে হবে। এ জন্য গবেষক ও গবেষণা তত্ত্বাবধায়দের সচেষ্ট থাকতে হবে, যেন গবেষণাটি মানসম্পন্ন হয় এবং দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তা স্থান পায়।

তিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণা কার্যক্রমকে বিশেষভাবে উৎসাহিত করছে। সামনে এ ধরনের উদ্যোগ বৃদ্ধি পাবে।

সেমিনার সম্পর্কে ২০২৩-২৪ অর্থবছরের ফেলো গবেষক আলমগীর হোসেন বলেন, গবেষণা হলো জ্ঞানের অগ্রগতি এবং সমাজ উন্নতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা নজরুলকে নিয়ে গবেষণার সুযোগ পাচ্ছেন। এই ইনস্টিটিউটের মাধ্যমে নজরুলবিষয়ক নিত্যনতুন জ্ঞান সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, আজ দিনব্যাপী সেমিনারে কবি নজরুলের ওপর বিভিন্ন গবেষণাকর্ম উপস্থাপিত হয়েছে। আমার গবেষণা প্রকল্পের শিরোনাম ছিল ‘নির্বাচনে নজরুল: লেখকসত্তা, রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতা পর্যবেক্ষণ’। এখানে কবি নজরুলের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লেষ তুলে ধরার চেষ্টা করেছি। আর্থিক প্রণোদনায় শিক্ষার্থী হিসেবে এটিই আমার প্রথম গবেষণা প্রকল্প। সবার কাছে দোয়া চাচ্ছি আগামীতেও যেন নজরুলকে নিয়ে গবেষণা করে নজরুল প্রেমিদের সমৃদ্ধ করতে পারি।

ফেলো গবেষক রোকন বাপ্পি বলেন, গবেষণা কর্মে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য এমন অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অর্থবছরে আমিসহ আরও ৪০ জন গবেষক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সুযোগ পেয়েছেন নিজেদের গবেষণা সত্তাকে আরও বেশি ঝালিয়ে নেওয়ার।

তিনি বলেন, ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের এমন আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। যার মাধ্যমে প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে কিছুসংখ্যক শিক্ষার্থী গবেষক হিসেবেও তাদের খ্যাতি ও পরিচিতি লাভ করতে পারে।

ফেলো গবেষক শাকিল বাবু বলেন, ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে গবেষণা অগ্রগতি সেমিনারে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। এখানে আমাদের গবেষণার অগ্রগতির বিষয় উপস্থাপন করেছি। এ সেমিনারের কারণে পরবর্তীকালে আমাদের গবেষণা সম্পন্ন করতে সহযোগী ভূমিকা পালন করবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!