রাজধানীর সূত্রাপুরে মেসের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারের মরদেহ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে সোহরাওয়ার্দী কলেজের পেছনে ওই ছাত্রীর মেস থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত প্রত্যাশা ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম শহরে।
ঘটনার সময় মেসে থাকা তার সহপাঠীরা জানায়, কক্ষে ঢুকে তারা প্রত্যাশাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
প্রত্যক্ষদর্শী জবি শিক্ষার্থী মারেফুল বলেন, "আমি নামার সময় দেখি এক ছেলে মেয়েটিকে কোলে করে রিকশায় তুলছেন। পরে জানতে পারি তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।"
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজ্জামুল হক বলেন, "আমরা মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যাই। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয় মনে হচ্ছে। মেয়েটির সঙ্গে থাকা এক ছেলেকে পুলিশ হেফাজতে নিয়েছে।"
তিনি আরও জানান, পুলিশ মেয়েটি ও ছেলেটির মোবাইল ফোন জব্দ করেছে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে।
সূত্রাপুর থানার ডিউটি অফিসার এএসআই তৌহিদ উজ্জামান জানান, "মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
আপনার মতামত লিখুন :