মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৩:১১ পিএম

৪ সিনেমায় মাতবে ঈদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৩:১১ পিএম

৪ সিনেমায় মাতবে ঈদ

ছবি: সংগৃহীত

প্রতি বছর ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দেওয়ার একটা হিড়িক পড়ে; কয়েক বছর ধরেই এ প্রবণতা দেখা যাচ্ছে চলচ্চিত্রপাড়ায়। অন্য সময়ের সিনেমা নিয়ে আলোচনা না থাকলেও প্রতি বছরই ঈদের সিনেমা নিয়ে মাতামাতি হয়। দর্শকরাও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর লুক, টিজার, ট্রেলার এবং গানগুলো নিয়ে আলোচনায় সরব থাকেন। এতে করে বছরজুড়ে ঝিমিয়ে পড়া সিনেমা বাজার প্রতিবছর ঈদের সময় চাঙ্গা হয়ে ওঠে!

তবে একাধিক সিনেমা মুক্তির ইঁদুর দৌড়ে থাকলেও সাফল্য পায় দু-একটি। আসন্ন ঈদ উপলক্ষে এবার একাধিক সিনেমার মুক্তির খবর শোনা গেলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিলে ‘বরবাদ’, ‘জংলি’, ‘দাগি’ ও ‘জ্বীন ৩’ সিনেমা চারটি। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে, এই চারটি সিনেমা নিশ্চিত মুক্তি পাবে! শেষ সময়ে সিনেমাগুলোর শুটিং শেষে পোস্ট প্রডাকশন চলছে।

ঈদে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে বরাবরের মতো দর্শকদের আগ্রহের তুঙ্গে শাকিব খান অভিনীত সিনেমা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে দেশসেরা নায়কের ‘বরবাদ’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম সিনেমা।

কদিন আগে এর টিজার প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন শাকিব। পাশাপাশি প্রেক্ষাগৃহের মালিকরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন ‘বরবাদ’ নিয়ে। এই সিনেমার মাধ্যমে আবার প্রেক্ষাগৃহে আসছেন ‘প্রিয়তমা’খ্যাত নায়িকা ইধিকা পাল।

সংশ্লিষ্টরা বলছেন, গেল আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর হলগুলো দর্শক খরায় ভুগছিল। ‘বরবাদ’ দিয়ে ঈদে আবারও দেশের সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন জেগে উঠবে। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে এই সিনেমাতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত প্রমুখ।
মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা হচ্ছে এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ, শবনম ইয়াসমিন বুবলী এবং প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘জংলি’। সিনেমাটির প্রকাশিত লুকে নজর কেড়েছেন নায়ক সিয়াম। প্রিন্স মাহমুদের মিউজিকে তাহসান খান ও আতিয়া আনিশার গাওয়া ‘জনম জনম’ শিরোনামের একটি গানও ইতিমধ্যে প্রকাশিত। ধারণা করা যাচ্ছে, আগামীতে টিজার ও বাকি গানগুলো দিয়ে আলোচনা তৈরি করবে ‘জংলি’।

২০২৩ সালের ঈদে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হয়েই সাফল্য পেয়েছিলেন আফরান নিশো। এরপর থেকেই প্রায় দু-বছর নিশো সিনেমায় নীরব ছিলেন। এবার ঈদে তিনি শিহাব শাহীনের হাত ধরে নিজের দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে ফিরছেন। এই সিনেমাতেও তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা তমা মির্জা, আরও আছেন সুনেরাহ বিনতে কামাল। কদিন আগে শুটিং শেষ হলেও সিনেমাটির কোনো লুক কিংবা গান, টিজার প্রকাশিত হয়নি। নিশো ভক্তরা যা দেখার জন্য মুখিয়ে আছেন। বলা যায়, ঈদের সিনেমার মধ্যে অন্যতম চমক দেখাতে এগিয়ে থাকবে ‘দাগি’।

ভৌতিক সিনেমা ‘জ্বীন ৩’ আনছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সংশ্লিষ্টদের দাবি, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হয়েছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। ‘জ্বীন ৩’ পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। ইতোমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, আব্দুন নূর সজল, নাদের চৌধুরী প্রমুখ।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর ব্যবসা নিয়ে আশায় বুক বেঁধে আছে দেশের হল মালিকরা। সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘তিন থেকে চারটি সিনেমা এবার ঈদে ২০০-এর মতো সিনেমা হলে মুক্তি পাবে। আমাদের দিক থেকে দাবি থাকবে, সব সিনেমা একেবারে না আসুক। ঈদ ছাড়াও ঈদের পর মুক্তি পাক। এ ব্যাপারে আমাদের সংগঠনের আলোচনা চলছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!