ডাইনি সন্দেহে গণপিটুনি ও হত্যার প্রেক্ষাপটে মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তী অভিনীত পরিচালক নির্ঝর মিত্রর নতুন ওয়েব সিরিজ ‘ডাইনি’। কুসংস্কারের অন্ধকার থেকে লতা ও পাতা দুই বোনের বেঁচে ফেরার লড়াই ফুটে উঠবে এ সিরিজে। গত শুক্রবার মুক্তি পেল ‘ডাইনি’-এর ট্রেলার।
দুই বোনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প। বড় বোনের নাম পাতা ও ছোট বোনের নাম লতা। ট্রেলারে দেখা গেছে, অল্প বয়সেই বাবা-মাকে হারায় তারা। তবে ছোট থেকে খুব একটা সখ্য ছিল না দুই বোনের মধ্যে। তাই একটু বড় হয়েই পাতা গ্রাম ছাড়ে। অন্যদিকে, লতা সেখানেই থেকে যায়। দুই বোনের মধ্যে মাঝে বহুদিন যোগাযোগ বন্ধ থাকে।
এদিকে, ঘটনাচক্রে গ্রামবাসীরা ‘ডাইনি’ সন্দেহে লতার ওপর চড়াও হয়। তাকে মাঠের মাঝে বেঁধে রেখে প্রচণ্ড মারধর করতে শুরু করে। একটা সময় মার খেতে খেতে জ্ঞান হারায় সে।

তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা করে গ্রামের মানুষজন। আর সেই সময়ই ঘটনাচক্রে দিদি ‘পাতা’ সেখানে এসে পড়ে। নিজেদের মধ্যে যতই সমস্যা থাক, বোনের এ অবস্থা দেখে নিজেকে আটকে রাখতে পারে না ‘পাতা’। রণং দেহি মেজাজে বোনের প্রাণ বাঁচাতে মাঠে নামে সে।
নিজের প্রাণের পরোয়া না করে বোনকে বাঁচাতে সবার বিরুদ্ধে শুরু হয় তার লড়াই। গোটা গ্রামে জ্বলে ওঠে আগুন। নিজেকে আর বোনকে বাঁচাতে সর্বস্ব উৎসর্গ করে ‘পাতা’। কাটারি হাতে কুসংস্কারের বিরুদ্ধে সরব হয় সে।
রক্তাত্ব অবস্থাতেও চালিয়ে যায় লড়াই। কিন্তু শেষ পর্যন্ত কী হবে? পাতা কী পারবে এ কুপ্রথার হাত থেকে বোনকে রক্ষা করতে? নাকি সেই অন্ধকারেই হারিয়ে যাবে লতা-পাতার গল্প? সেই উত্তর দিতেই হইচইয়ের প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘ডাইনি’। চলতি মাসের ১৪ তারিখ থেকে হইচইতে দেখা যাবে এ সিরিজ।
সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিমি চক্রবর্তীকে। এর আগে ‘হইচই’-এর ‘যাহা বলিব সত্য বলিব’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে।
আপনার মতামত লিখুন :