মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৩:৪৪ পিএম

দীঘির হাতে জংলি, হৃদয়ে কে!

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৩:৪৪ পিএম

দীঘির হাতে জংলি, হৃদয়ে কে!

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে তার ভক্তদের প্রশ্নের শেষ নেই। এ  প্রশ্নের জবাবে মুখ খুললেন এই নায়িকা। 

বলিউডের রণবীর কাপুর তার ক্রাশ। যদিও রণবীরের পছন্দের বা ক্রাশের তালিকা গুণে শেষ করা যাবে না। তারপরও রণবীরের প্রতি দীঘির প্রেম ছিল প্রবল। রণবীর কাপুর দীঘির স্বপ্নের নায়ক। তাই এই নায়ককে দীঘি মোবাইলের ওয়ালপেপার করে রেখেছে। আছেন হৃদয়েও।

রণবীর হৃদয়ে থাকলেও দীঘির হাতে শোভা পাচ্ছে ‘জংলি’। জংলি লিখে হাতে ঈদের মেহেদি ডিজাইন করেছেন এই নায়িকা। দীঘি জানালেন শুধু হাতে নয়, এখন মনে, প্রাণে ধ্যানে-জ্ঞানেও তার মধ্যে জংলি বসবাস করছে। সেটাই করার কথা।

ঈদুল ফিতর উপলক্ষে তার অভিনীত ‘জংলি’ সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমার গুরুত্বপূর্ণ অংশ তিনি। অভিনয় করেছেন সিয়াম আহমেদের বিপরীতে। তাই আপাতত জংলি থেকে বের হতে চাইছেন না তিনি। সেই ভাবনা থেকেই হাতে মেহেদিতে নিজের সিনেমার নাম রাঙিয়েছেন।

দীঘি বলেন, জংলি আমাদের স্বপ্নের একটি সিনেমা। দারুণ একটি গল্পের সিনেমা। এই সিনেমার টিমের প্রতিটি সদস্য সিনেমাটিকে নিজের মধ্যে ধারণ করছে। প্রতিবার ঈদেই নিজের খুশি মত হাতে মেহেদির আল্পনা আঁকি। এবার আকলাম প্রিয় সিনেমা জংলির নাম। আমার বিশ্বাস জংলি সিনেমা মুক্তির পর সবার আপন হয়ে উঠবে।

জংলি পরিচালনা করেছেন এম রাহিম। ‘শান’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল তার। প্রথম সিনেমা মুক্তির দুই বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণে নেমেছেন এই নির্মাতা। এম রাহিম বলেন, সিনেমাটির জন্য দীঘি অনেক পরিশ্রম করেছে, নিজেকে তৈরি করেছে। আমার বিশ্বাস, দীঘির অভিনয় দর্শক মনে রাখবে।‍‍

জংলিতে নিজের চরিত্রটি নিয়ে খুব বেশি খোলাসা করতে নারাজ দীঘি, ‍‍‘জংলি’ সিনেমার গল্প অসাধারণ। প্রথমবার শুনেই পছন্দ করেছিলাম। আমার বিশ্বাস সিনেমাটিকে দর্শক এক অন্যরকম দীঘিকে দেখতে পাবেন।‍‍

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শবনম ইয়াসমিন বুবলী,  দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। সিনেমার চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।

আরবি/শিতি

Link copied!