সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ১২:৫০ পিএম

‘আমার টার্গেট গুলশান টু গুলিস্তান’

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ১২:৫০ পিএম

‘আমার টার্গেট গুলশান টু গুলিস্তান’

শাকিব খান। ছবি: সংগৃহীত

সবাই যখন পহেলা বৈশাখ পালনে ব্যস্ত ঠিক তখন এফডিসির জসিম ফ্লোরে শুটিংয়ে ব্যস্ত চিত্রতারকা শাকিব খান। বেশ কয়েক দিন ধরে এই নায়ক ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে ঘাম ঝরাচ্ছেন। বৈশাখের পড়ন্ত বিকেলে সোমবার রূপসজ্জা কক্ষে পরবর্তী দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব। এরই ফাঁকে ঈদের সিনেমা ও নানা প্রসঙ্গে তিনি কথা বলেন দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে। প্রায় আধঘণ্টা কথোপকথনে পুরো সময়জুড়েই শাকিবের কথায় উঠে আসে চলচ্চিত্রের বিভিন্ন দিক।

‘বরবাদ’ প্রসঙ্গ টেনে শাকিব খান বলেন, ‘পট পরিবর্তনের পর সিনেমা মুক্তি দেওয়া এক ধরনের ঝুঁকি মনে হয়েছিল। কারণ, এই সময়ে দর্শক হলমুখী হবে কিনা এ নিয়ে বেশ চিন্তিত ছিলাম। কিন্তু যে ভয় পেয়েছি তার কিছুই হয়নি। সিনেপ্রেমী দর্শকরা পরিবার-পরিজন নিয়ে ‘বরবাদ’ দেখছেন। জেনেছি, দর্শক চাপে লায়ন সিনেমাস, মধুবন সিনেপ্লেক্স’সহ বেশ কয়েকটি হলে মিডনাইট শো চলছে। এটা বাংলা সিনেমার জন্য খুবই ইতিবাচক দিক। ঈদের আমেজ শেষ হলেও এখনো টিকিট নিয়ে হাহাকার শুনতে বেশ ভালো লাগছে।’

বেশ কয়েক বছর ধরে চেনা ছকের বাইরে গিয়ে নিজেকে ভাঙছেন, গড়ছেন অভিনেতা শাকিব খান। গৎবাঁধা প্রেমের সিনেমার বাইরে একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরছেন। প্রিয়তমা থেকে বরবাদ- প্রতিটি সিনেমায় নতুন নতুন চরিত্রে নিজেকে তুলে ধরেছেন তিনি। শাকিবের এই পরিবর্তন দর্শকরাও বেশ পছন্দ করেছেন।

শাকিবের ভাষায়, ‘আমি সব সময় সব ধরনের দর্শকদের হৃদয়ে দাগ কাটতে চেয়েছি। আমার টার্গেট ছিল গুলশান টু গুলিস্তানের দর্শক, সবাইকে হলমুখী করা। তা পেরেছিও। এখন সব শ্রেণির মানুষ পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে বাংলা সিনেমা দেখছে। তারই প্রমাণ বরবাদ। এই সিনেমার দর্শক সাড়া ‘তাণ্ডব’র বাজেট দিগুণ বেড়ে গেছে। দর্শকদের প্রত্যাশাও অনেক। তাদের কথা মাথায় রেখেই কাজ করছি। ‘তাণ্ডব’ সিনেমায় দর্শক নতুন কিছু দেখতে পাবে। প্রত্যাশা করছি এই সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে।’

জানা গেছে, ‘বরবাদ’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের ‘এসকে ফিল্মস’ আন্তর্জাতিক পরিবেশনায় যুক্ত হচ্ছে। ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ‘বরবাদ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এমন খবরে আনন্দিত এই নায়ক।

তিনি বললেন, ‘আমাদের সিনেমার বাজার বড় হচ্ছে। প্রবাসে বসবাসরত বাঙালিরা দেশের সিনেমা দেখতে চান। অন্য দেশের দর্শকেরা আমাদের সিনেমা দেখছেন। এটা অবশ্যই ইতিবাচক। ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হলে সব দেশের মানুষের কাছেই সিনেমা নিয়ে যেতে হবে।’

শাকিবের প্রত্যাশা দেশের মতো বিদেশের মাটিতেও ‘বরবাদ’ বাজিমাত করবে। সিনেমাটিতে তার বিপরীতে তৃতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন ‘প্রিয়তমা’খ্যাত নায়িকা ইধিকা পাল। এ ছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশিদ প্রমুখ।

একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

আরবি/এসবি

Link copied!