সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৫:৩৫ পিএম

রণবীর-আলিয়া-ভিকির ‘লাভ অ্যান্ড ওয়ার’ আটকাল বাজেটে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৫:৩৫ পিএম

রণবীর-আলিয়া-ভিকির ‘লাভ অ্যান্ড ওয়ার’ আটকাল বাজেটে

নির্মাতা সঞ্জয় লীলা বনশালির সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির স্টারকাস্ট ভিকি কৌশল, আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

নির্মাতা সঞ্জয় লীলা বনশালির ছবি মানেই বড় কিছু, রঙিন কিছু, চোখ ধাঁধানো কিছু। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আলিয়া ভাট, আর সতেরো বছর পর রণবীর কাপুরকে ফের বড় পর্দায় নিয়ে আসছেন তিনি। সঙ্গে আছেন ভিকি কৌশলও।

তিন তারকাকে এক ফ্রেমে এনে বনশালি তৈরি করছেন ‘লাভ অ্যান্ড ওয়ার’। 

প্রথমে ঘোষণা হয়েছিল ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের বড়দিনে। পরে তা পিছিয়ে নেওয়া হয় ২০২৬ সালের ঈদে। কিন্তু এখন জানা যাচ্ছে, সে সময়ও বড়পর্দায় দেখা যাবে না এ সিনেমা।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে বনশালির নিজস্ব সিদ্ধান্তেই। তিনি ছবিটি তৈরি করছেন নিজস্ব অর্থে। সে কারণে বাজেটের হিসাব-নিকাশ, ফান্ড জোগাড়—সবটাই করছেন নিজেই। 

‘লাভ অ্যান্ড ওয়ার’ একটি পিরিয়ড ফিল্ম বা ঐতিহাসিক চলচ্চিত্র। সাধারণত এ ধরনের চলচ্চিত্র অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে। উপরন্তু সঞ্জয় লীলা বনশালি নির্মাতা হিসেবে তার জমকালো সেট নির্মাণ ও লার্জার দ্যান লাইফ পরিবেশনার জন্য বরাবরই প্রসিদ্ধ। 

এ কারণেই অনেকে ধারণা করেন যে, মূলত বাজেট স্বল্পতা বা ফান্ড কালেকশনের সময় নিতেই ছবির মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন বনশালি। তবে এখনো এর সত্যতা নিশ্চিত হয়নি। 

এদিকে, ছবিতে রণবীর ও ভিকির মধ্যে একটি মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য রাখতে চাচ্ছেন নির্মাতা বনশালি। এ দৃশ্যের জন্য নির্মাণ খরচ বাড়ছে এবং শুটিংয়ে সময় লাগছে বেশি। ফলে, ২০২৫ সালের নভেম্বরের মধ্যে কাজ শেষ করার যে পরিকল্পনা ছিল, তা আর সম্ভব হচ্ছে না।

এখন বনশালির লক্ষ্য ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে ছবির শুটিং শেষ করা। কিন্তু ফেব্রুয়ারিতে শুটিং শেষ হলে মার্চে পোস্ট-প্রোডাকশন শেষ করে মুক্তি দেওয়া কার্যত অসম্ভব। সে কারণে এখন ভাবা হচ্ছে ছবিটি ২০২৬ সালের মাঝামাঝি—হয়তো জুন বা জুলাইয়ের দিকে মুক্তি দেওয়া হবে।

একই সময়ে বলিউডে মুক্তি পাচ্ছে যশ (ইয়াশ) অভিনীত ‘টক্সিক’। ফলে, বক্সঅফিসে সংঘর্ষ এড়াতেও এই মুক্তি পেছানোর সিদ্ধান্ত নিতে পারেন বনশালি।

যদিও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে নির্মাতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে যেভাবে বাজেট ও সময়কে ঘিরে পরিকল্পনার পরিবর্তন হচ্ছে, তাতে স্পষ্ট যে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্য অপেক্ষা করতে হবে সিনেমাপ্রেমীদের।

সিনেমাটির গল্প এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। তবে জানা গেছে, এটি একটি পিরিয়ড ফিল্ম এবং বনশালির স্বভাবসিদ্ধ ‘ম্যাজিক রিয়ালিজম’ ঘরানার ছবি। রণবীর বলেছিলেন এক সাক্ষাৎকারে—‘বনশালির সেটে থাকা মানে শুধু অভিনয় নয়, যেন এক শিল্পচর্চার মধ্যে থাকা।’ আর সেই শিল্পচর্চার ফল কবে দেখা যাবে পর্দায়, তা এখনো সময়ের হাতে অনিশ্চিত।

আরবি/নক

Link copied!