ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কর্মক্ষেত্রে নারী সুরক্ষা আইন চাই: স্বস্তিকা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৮:০৫ পিএম
স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

আর জি কর কাণ্ড আবারও নতুন করে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বাংলার ঘটনায় সরব গোটা দেশ। রাখি বন্ধনের দিন খোদ বলিউড অভিনেতা অর্জুন কাপুর পর্যন্ত পুরুষদের সংযত হওয়া এবং মন-মানসিকতা বদলানোর পাঠ দিয়েছেন।

এদিকে, কলকাতার তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুন ঘটনার জেরে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার কথা মাথায় রেখে সম্প্রতি ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি-বেসরকারি ক্ষেত্রে একাধিক আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে মেয়েদের যথাসম্ভব নাইট ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার কথাও রয়েছে। এবার সেই প্রসঙ্গেই সরব হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

স্বস্তিকার মন্তব্য, নাইট ডিউটি থেকে অব্যহতি নয়, কর্মক্ষেত্রে নারী সুরক্ষা আইন চাই। মেয়েদের জন্য কোনও গণ্ডি বা লক্ষ্মণরেখা টানবেন না। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আইনসভায় আইন প্রণয়ন করুন।

স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

সোশাল মিডিয়ার দীর্ঘ পোস্টে অভিনেত্রী এও উল্লেখ করেন যে, আর জি কর প্রসঙ্গে আমি একটি প্রেস রিলিজ দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের তরফে। তাতে একটা অবান্তর, আপত্তিজনক বিষয় দেখলাম। এই জন্যই কি মেয়েরা রাতদখল করেছিল? ‘মেয়েদের রাতে ডিউটি না করাই ভালো’ ইত্যাদি। আমরা কি কেউ কোনও দিন সকালে, দিনের আলোয় যৌননিগ্রহের শিকার হইনি?

সূর্যালোকে কি যৌন নিপীড়করা রাস্তায় বের হয় না? দিনের বেলায় যদি কোনও মেয়ে এরপর যৌন হেনস্থার শিকার হয়, তবে কি দিনেও ডিউটি ছেড়ে দেব সকলে? আচ্ছা, ধরলাম কাজেই গেলাম না, বাড়িতে চুপটি করে বসে রইলাম, যেমন ছিলাম অনেকে কোভিডকালে, সেখানে সব থেকে বেশি হয়েছে গার্হস্থ্য হিংসা। কোথায় নিরাপদ আমরা? সব থেকে ভয়ানক যা, তা হল সমাজের কিছু মানুষের এই বিকৃত মানসিকতা। প্রতি পলে, প্রতি পদক্ষেপে। কিন্তু একটা সরকার, কীভাবে নারী বিদ্বেষমূলক বিবৃতি দিতে পারে? প্রশ্ন তুললেন স্বস্তিকা।