বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৩:৩৪ পিএম

কার বুকে পরীমণি, ঘড়ি দেখে মিলল উত্তর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৩:৩৪ পিএম

কার বুকে পরীমণি, ঘড়ি দেখে মিলল উত্তর

ছবি : সংগৃহীত।

ঢালিউড অভিনেত্রী পরীমণি আবারও ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুবকের বুকে মাথা রেখে ছবি পোস্ট করে নতুন প্রেমের ইঙ্গিত দিয়েছেন তিনি। ছবিতে সেই ব্যক্তির চেহারা প্রকাশ করেননি পরীমণি। তবে ছবিতে থাকা ব্যক্তির হাতঘড়ি দেখে নেটিজেনরা অনুমান করছেন, ওই ব্যক্তি জনপ্রিয় গায়ক শেখ সাদী।  

ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন পান। সেই সময় তার জামিনদার ছিলেন তরুণ গায়ক শেখ সাদী। জামিনের পর থেকেই পরীমণির সঙ্গে শেখ সাদীর ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

এর আগে নিজের কিছু ছবি প্রকাশ করেছিলেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে লিখেছিলেন দুটি ইংরেজি বাক্য। যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

এরপর থেকে বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যেতে থাকে, যা নিয়ে নানা প্রশ্ন ওঠে—পরীমণির সঙ্গে তার সম্পর্ক আসলে কী? একপর্যায়ে তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। সে সময় পরীমণি কোনো মন্তব্য না করলেও অবশেষে মুখ খুলেছিলেন শেখ সাদী। তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই, তবে পারিবারিকভাবে একটি সম্পর্ক রয়েছে।

সম্প্রতি মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন পরীমণি। ক্যাপশনে তিনি লেখেন, "প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে।" এছাড়াও, তিনি আরও লেখেন, "জীবন ভালোবাসার, জীবন প্রেমের। এই জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু শেষ হওয়ার জন্য প্রেম থেকে বিচ্ছিন্ন না হোক জীবন। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে... আবার চলেও যাক শরতের শুভ্র মেঘের মতো। তবে সেই মেঘ যেন গর্জন না হয়, জীবন যেন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে।"

যদিও পরীমণি তার সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি, ছবিতে থাকা হাতের ঘড়ির সঙ্গে শেখ সাদীর ব্যবহৃত ঘড়ির মিল দেখে অনেকে ধরে নিয়েছেন, পরীর পাশে থাকা ব্যক্তিটি তিনিই। আগে থেকেই গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল।

ফলে নেটিজেনরা নতুন করে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু করেছেন। বুধবার রাত থেকে ফেসবুকে বিভিন্ন গ্রুপ ও পেজে পরীমণি-সাদীর ভাইরাল হওয়া ছবি নিয়ে আলোচনা চলছে। কেউ মন্তব্য করছেন, "পরীমণি আর লুকাতে পারলেন না শেখ সাদীকে!" আবার কেউ প্রশ্ন তুলছেন, "তাদের সম্পর্ক কি সত্যিই প্রেমের?"

সমালোচনা বাড়তে থাকায় বৃহস্পতিবার ভোরের আগেই পরীমণি নিজের ফেসবুক থেকে ছবিটি সরিয়ে ফেলেন। তবে তার পরিবর্তে একটি গাঁদা ফুলের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিলো ভাইইই...!"

শেখ সাদী ও পরীমণির প্রেম নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়েছে, কারণ তারা একে অপরের পোস্টে নিয়মিত প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং ইঙ্গিতপূর্ণ বার্তা দিচ্ছেন। এতে করে ভক্তরা আরও কৌতূহলী হয়ে উঠেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!