বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৫:৩৫ পিএম

পরীমণি প্রেমে যতটা সাহসী, অপ্রকাশ্যে সাদী

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৫:৩৫ পিএম

পরীমণি প্রেমে যতটা সাহসী, অপ্রকাশ্যে সাদী

শেখ সাদি ও পরীমণি। ছবি : সংগৃহীত

চলচ্চিত্রপাড়ার আলোচিত নায়িকা পরীমণি। তিনি বারবারই সরল মনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রেম নিয়ে ক্যারিয়ারে বেশ হট্টগোলও করেছেন। একাধিকবার প্রেমের সম্পর্কে জড়ানোর পাশাপাশি, বিয়েও করেছেন সেইসব প্রেমিকদের। সর্বশেষ চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর এবার প্রেমের গুঞ্জন উঠেছে তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে।

এ নিয়ে আলোচনা-সমালোচনার যেন শেষই হচ্ছে না। কখনো তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। ঘুরে বেড়ানো সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেন পরীমণি নিজেই, তবে শেখ সাদি তার  উল্টো। তিনি প্রেমের বিষয়ে খুব একটা প্রকাশ্যে আসেন না।

জানা যায়, দু’জনের বাসায় দু’জনার যাতায়াত আছে। সাদীর মা পরীর জন্য পিঠা বানালে, পরী তা ফেসবুকে শেয়ার করে। কখনো রাস্তায় সাদী গাড়ি চালাচ্ছেন, তার পাশের বসে আছেন পরীমনি।

তবে এতোকিছু জানাজানির পরও শেখ সাদী এই প্রেম নিয়ে নিজের মুখে সব বলতে নারাজ। এ বিষয়ে উল্টো পরীমণি। কোনোকিছুকে পাত্তা না দিয়ে নিজের মতো করে সব ঘটনা উন্মোচন করেই চলেছেন তিনি। প্রেমের সম্পর্ক নিয়ে মুখে কিছু না বললেও নানান কর্মকাণ্ডে তা বুঝিয়ে দিচ্ছেন তিনি। অনেকটা আঙুল দিয়ে দেখানোর মতো। বোঝাই যাচ্ছে প্রেমে তিনি যেন ভালোই আছেন।

শুক্রবার (০৭ মার্চ) পরীমণি তার ফেসবুকের কভার ফটো বদলালে সেখানে নতুন একটি স্থিরচিত্র দেখা যায়।

পরীমণি ও সাদীর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, কভার ফটোতে পরীমণি যার বুকে মাথা রেখেছেন, তিনি শেখ সাদী। মনের মানুষকে আস্তে আস্তে সবার কাছে পরিচিত করে তুলছেন ইশারা ও ইঙ্গিতে। তবে সাদীকে এখন পর্যন্ত এ রকম কোনো কর্মকাণ্ড করতে দেখা যায়নি।

পরীর ফেসবুক আইডির কভার ফটো খেয়াল করলে দেখা যায়, বেশিরভাগ সময় পরিবারের সদস্যরাই সেখানে স্থান পেয়েছে। কখনো নানা সাথে, কখনো ছেলে রাজ্য, আবার কখনো সাবেক স্বামী শরিফুল রাজ। তাই এটা মোটামুটি নিশ্চিত, নতুন এই কভার ফটোতে যে মানুষটির বুকে মাথা রেখেছেন, তিনি অতি আপন একজন। তাই হুট করে মুখটি প্রকাশ করলে অবাক কিছু থাকবে না।

পরীমণি তার কভার ফটোর ক্যাপশনে লিখেছেন, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে...আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন...।’ সবার একটাই কথা, তাহলে পরীমণির নতুন এই প্রেমিক কে?

নতুন প্রেমিকের খোঁজ নিতে গিয়ে জানা যায়, সে আর কেউ নন, পরীমণির জামিনদার তরুণ গায়ক শেখ সাদী। হাতে থাকা ঘড়ির কারণে সেই মানুষটির পরিচয়টা সামনে এসেছে। কারণ হিসেবে, তরুণ গায়ক শেখ সাদীর ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমণি যার বুকে মাথা রেখেছেন, সেই মানুষটির হাতঘড়ির মিল পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে কথা প্রসঙ্গে শেখ সাদী এই স্থিরচিত্র প্রসঙ্গে বারবার জানতে চাইলে একটা কথাই বলেছেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে চাই না। আমার ব্যক্তিগত কোনো বিষয় মিডিয়াতে জানাতে চাই না।’

তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নায়ক শরিফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলে সন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদও হয়েছে। পরীমণি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে, রাজও তার মতো করে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। লম্বা সময় আলাদা থাকার বিষয়ে পরীমণি ও রাজ গণমাধ্যমকে পরিষ্কার করেছেন।

কিন্তু এ বছরের জানুয়ারিতে পরীমণির ফেসবুক পেজে দেখা যায়, শেখ সাদীর একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে পরীমণি লিখেছেন, ‘...পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো...।’ এ ছাড়া পরীমণির ফেসবুক পেজে শেখ সাদীর আরও ভিডিও প্রকাশ পেয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে পরীমণির কাছে প্রশ্ন ছিল, শেখ সাদীর সঙ্গে সম্পর্কটা কী? এমন প্রশ্নে চলচ্চিত্রের আলোচিত এই তারকা দুজনের সম্পর্কের ব্যাখ্যা দিলেন এভাবে, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।’
 

আরবি/জেডি

Link copied!