সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৪:২২ পিএম

‘বাসে মেয়েদের কেন ব্যাগ দিয়ে বুক চেপে রাখতে হয়?’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৪:২২ পিএম

‘বাসে মেয়েদের কেন ব্যাগ দিয়ে বুক চেপে রাখতে হয়?’

ছবি: সংগৃহীত

১৪ মার্চ হইচইতে মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তী অভিনীত, নির্ঝর মিত্র পরিচালিত ওয়েব সিরিজ ‍‍`ডাইনি‍‍`। ওয়েব সিরিজের ট্রেলারে দেখা গেছে সামাজিক কুসংস্কার বিরুদ্ধে লড়াই এবং নারীদের দৈনন্দিন সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ‘ডাইনি’ ওয়েব সিরিজ ট্রেলার মঞ্চের অনুষ্ঠানে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘বাসে মেয়েদের কেন ব্যাগ দিয়ে বুক চেপে রাখতে হয়?’ সামাজে নারীদের উত্থান হচ্ছে তারপরও কেন এভাবে চলতে হচ্ছে।

এই ধরনের চরিত্র অভিনয় কতটা চ্যালেঞ্জিং ছিল; জবাবে প্রাক্তন সাংসদ বললেন, একজন মেয়ে যখন জন্মগ্রহন করে তখন থেকেই সে পুরুষতান্ত্রিক সমাজকে অনুভব করতে শুরু করে। আমি কলকাতার কলেজে পড়াশোনা করেছি। তাই জানি কেন মেয়েদের বাসে দাড়িয়ে থাকার সময় ব্যাগটাকে সামনের দিকে নিতে হয়। 

তিনি আরও বলেন,  শুধু কলকাতা নয়, যে কোনো প্রান্তেই এই ঘটনা ঘটে। জন্মের পর থেকে মেয়েদের স্ট্রাগলটা শুরু। এর পর ধাপে ধাপে পুরুষতান্ত্রিকতা, বেতনের বৈষম্য, নারীরা অন্তঃসত্ত্বা হলে কাজ করতে না পারা। এই বিষয়গুলো সমাজের অন্ধকার দিক।

‘ডাইনি’শব্দটা একদিক থেকে খুবই প্রতীকী বলে মনে করেন অভিনেত্রী। পৃথিবী সৃষ্টিলগ্ন থেকে নারীদের প্রতি অযত্ন ও অবহেলা চলে আসছে। তিনি বলেন,  ইভটিজিং তো আজ থেকে শুরু হয়নি, সতীদাহ প্রথা কিংবা খনার জিভ কেটে নেওয়ার কথাও শুনেছি। সেটাও তো প্রাচীন ঘটনা। এটা কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রেই হয়েছে।

অভিনেত্রী যোগ করেন, অনেকেই ‍‍`ফেমিনিজম‍‍`কে (নারীবাদ) খারাপ হিসাবে উপস্থাপন করেন। মেয়েদের অধিকার নিয়ে কিছু বলতে গেলে নারীবাদী বলে ট্যাগ দেওয়া হয়।  

সবশেষে তিনি বলেন, আমরা ফেমিনিস্ট, না। আমরা কেবল সেই জিনিসগুলোর জন্য লড়ছি যেগুলো আমাদের দেওয়া হয়নি। সমান অধিকার থাকলে লড়াই করতে হত না।

আরবি/আবু

Link copied!